WestBengalBangla

Dec 31 2023, 14:54

দুষ্কৃতী দৌড়ত্ব বিলকান্দা পঞ্চায়েতে

উত্তর ২৪ পরগনা: রাতের অন্ধকারে সরস্বতী মূর্তি ভাঙ্গা নিয়ে উত্তেজনা।বিলকান্দা ব্লক ২,লেনিন গড় অঞ্চলের ঘটনা।প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ক্ষতি কুমোরদের।ভাঙ্গা হয় প্রায় ৩৫ টারও বেশি মূর্তি।ঘটনা তদন্তে ঘোলা থানার আইসি।

স্থানীয় সূত্রে জানা যায় , রাতের অন্ধকারে কে বা কারা এসে ভেঙে দিয়ে চলে যাচ্ছে কুমরদের বানানো সরস্বতী মূর্তি।এমন ভাবে ভাঙা হচ্ছে সেই মূর্তি জেনো ফের তৈরি করতে অনেক সময় লাগে কুমোরদের।যার কারণে যেমন ছড়িয়েছে এলাকায় চাঞ্চল্য ঠিক তেমনি পড়েছে কুমোরদের পেটে টান।

মূর্তি বানিয়ে দিন কাটে এই কুমোর পাড়ার মানুষজন গুলোর।পুজোর আগে আর্থিক অনটনের মুখে কুমোর পরিবারের সদস্যরা। তবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও সদস্যার।

WestBengalBangla

Dec 31 2023, 13:34

*বাংলায় বিকল্প বিজেপি, ডবল ইঞ্জিন সরকারই আগামীর ভবিষ্যৎ- শুভেন্দু*

নন্দীগ্রামঃ কোলকাতা থেকে কোচবিহার সর্বত্রই কোস্তভ বাগছির সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা লেখা পোস্টার আকারে তুলে ধরা। আর সেই প্রসঙ্গ নিয়ে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিকল্প বিজেপি, কোস্তভ বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে। চেস্টা করছে কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়।কিন্তু আনতে পারবেন না।কারণ কংগ্রেসের মালিক যারা সনিয়া ও রাহুল গান্ধীরা চোর মমতা ও চোর ভাইপোর সাথে চারবার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কোস্তভের প্রতি আমার শুভেচ্ছা আছে। তারা যদি লড়তে পারে লড়ুক।

কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি।কারন কংগ্রেস টেস্টেড আর রিজেক্টটেড, সিপিএম টেস্টেড আর রিজেক্টেড, তৃণমূলও টেস্টেড ও রিজেক্ট হওয়ার পথে। সভাবিকভাবে কোস্তভের উচ্চ শিক্ষিত ছেলেকে আজ নয় কাল, নয় পরশু যদি সরাতে হয় আর পশ্চিম বাংলার অর্থনৈতিক, শিল্প, বেকারত্ব যেভাবে চরম জায়গায় গিয়েছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি করতে না পারা যায় তাহলে পশ্চিমবাংলা বাঁচবে না। সিপিএম অর্থনৈতিক ও বেকারত্ব যা করে গিয়েছে তার থেকে অনেক গুন বেশি করে যাচ্ছে চোর মমতার সরকার। তাই কোস্তভ বাগচিকে বলবো আগামী লোকসভা পর্যন্ত দেখতে থাকুন। আবার মোদিজি ৪০০ বেশি আসন নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে।

এদিন নন্দীগ্রামে প্রধান মন্ত্রী মনকি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের আয়কর নিয়ে মন্তব্য প্রকাশ করেন। অভিষেকের মন্তব্যের উত্তর দিতে চাই না। ও কে? কোথায় ছিলো। কিভাবে উঠে আসা সব সকলের জানা। পাশাপাশি উত্তম বারিকের তদন্তের দায়িত্ব ইডির হাতে তুলে দেওয়া হোক বলেও জানান শুভেন্দু।

WestBengalBangla

Dec 31 2023, 13:33

জানুয়ারিতেই কলকাতা পুলিশের আওতায় ভাঙড়

জানুয়ারিতেই কলকাতা পুলিশের আওতায় আসছে ভাঙড় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই যাবতীয় প্রক্রিয়া শেষ করেছে লালবাজার বলে শোনা যাচ্ছে।

নতুন বছরে ভাঙড়ের চার থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হবে। এই থানাগুলি হল কাশীপুর, চন্দনেশ্বর, পোলেরহাট ও ভাঙড়।

WestBengalBangla

Dec 31 2023, 13:32

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল কেন্দ্রের

আগামী ২০২৪ সালের ২৬ জানুয়ারি নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পাঠানো ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। শুধুমাত্র তাই নয়, পাঞ্জাবেরও বাতিল করে দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। এদিকে দুই রাজ্যই বৈষম্যের অভিযোগ তুলেছে। যদিও এবার সরাসরি জবাব দিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য ট্যাবলো নির্বাচন নিয়ে বৈষম্যের বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘বিশেষজ্ঞ কমিটির প্রথম তিন দফা বৈঠকে পাঞ্জাবের ট্যাবলো প্রস্তাব বিবেচনা করা হয়েছিল। তৃতীয় দফার বৈঠকের পরে, এই বছরের ট্যাবলোর বিস্তৃত থিমগুলির সাথে সামঞ্জস্য না করার জন্য বিশেষজ্ঞ কমিটি আরও বিবেচনার জন্য পাঞ্জাবের ট্যাবলোটি এগিয়ে নিয়ে যেতে পারেনি। বিশেষজ্ঞ কমিটির প্রথম দুই দফা বৈঠকে পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রস্তাব বিবেচনা করা হয়েছিল। দ্বিতীয় দফার বৈঠকের পর এ বছরের ট্যাবলোর বিস্তৃত থিমের সঙ্গে সামঞ্জস্য না থাকায় বিশেষজ্ঞ কমিটি পশ্চিমবঙ্গের ট্যাবলোটি আরও বিবেচনার জন্য এগিয়ে নিতে পারেনি।‘

WestBengalBangla

Dec 31 2023, 11:50

বর্ষবরণের আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় স্তম্ভিত ধুপগুড়িবাসী

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ধুপগুড়িতে খড়ের গাধায় অগ্নিকাণ্ড, ব্যাপক চাঞ্চল্য।শনিবার মধ্যরাতে ধুপগুড়ি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে একটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অধিকাংশ খড় পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে এলাকার বাসিন্দা কালীপদ বর্মনের বাড়ির পিছনে থাকা খড়ের গাদায় আগুন লাগানো হয়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।আগুনের দাবদাহ এতটাই ছিল যে আগুন নেভাতে স্থানীয়দের হিমশিম খেতে হয়। পরে তারা দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে।

দমকল বাহিনীর সদস্যরা জানান, তারা আগুন নেভানোর জন্য প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়েছেন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অধিকাংশ খড় পুড়ে ছাই হয়ে যায়।

ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে, কে বা কারা এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

WestBengalBangla

Dec 31 2023, 11:45

*খেলাধুলাই পারে দেশের মধ্যে দেশের, রাজ্যের মধ্যে রাজ্যের ও জেলার মধ্যে জেলার সুসম্পর্ক গড়ে তুলতে*

হলদিয়াঃ যুদ্ধ, হিংসা,কুটনীতির মধ্যদিয়ে নয় খেলাধুলার মধ্যদিয়ে দেশের মধ্যে দেশের, রাজ্যের মধ্যে রাজ্যের এবং জেলার মধ্যে জেলায় সুসম্পর্ক গড়ে তুলতে। আর সেটাই খুব প্রয়োজন এমনটাই মনে করছেন ক্রীড়া আধিকারিকরা। শনিবার হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিনের ১৩ তম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়।

নেপাল, ভুটান,বাংলাদেশ,থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়নমার, মোট ৭টি দেশ, ত্রিপুরা, আসাম, মনিপুর,মিজোরাম, গোয়া,মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নিউদিল্লী,উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব,হরিয়ানা, কেরালা, মোট ১৪ টি রাজ্য।বাংলার প্রায় সব রাজ্যের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। শনি ও রবিবার দুদিন ধরে চলবে খেলা। শনিবার হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দূর্গাচক স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে খেলার শুভ সূচনা ঘটে।

বর্তমান সময়ে ছেলে মেয়েদের মোবাইল থেকে বের করতে এবং নিজের আত্মরক্ষা ও শরীর সুস্থ রাখতে বিভিন্ন খেলার পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ে ছেলে মেয়েরা মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মেলে ধরছে। সেখান থেকে ছেলে মেয়েদের বের করে মাঠ মুখি করার খুব প্রয়োজন। তাই এই ধরনের প্রতিযোগিতা খুবই প্রয়োজন।

বিভিন্ন দেশ থেকে আগত ক্রিড়া আধিকারিকরা জানাচ্ছেন, দেশের মধ্যে দেশের সুসম্পর্ক গড়ে তোলার একমাত্র পথ খেলাধুলা। এই ধরনের আন্তর্জাতিক খেলা যত বেশি করে হবে দেশের সাথে দেশের, রাজ্যের সাথে রাজ্যের এবং জেলার সাথে জেলার সুসম্পর্ক গড়ে উঠবে। আধিকারিক থেকে প্রতিযোগিরা সকলেই খুব খুশি শিল্প শহর হলদিয়ায় সুন্দর ক্রীড়া পরিবেশের মধ্যে এই ধরনের খেলার আয়োজনরা।

পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি শিবনাথ সরকার জানান, জেলা, রাজ্য ও দেশের ক্রীড়া প্রতিযোগিরা তাদের দক্ষতায় সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন। অন্যান্য দেশ ও রাজ্যের প্রতিযোগিদের সাথে রাজ্য এবং জেলার প্রতিযোগিরা অংশগ্রহন করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস।

WestBengalBangla

Dec 31 2023, 11:43

শাসক দলের নেতার গলায় এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ

 উত্তর ২৪ পরগনা: বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সম্প্রতি গ্রুপ ডি পদে ৭ জন কর্মী নিয়োগ হয়েছে । যে নিয়োগটা পুরোটাই বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে দাবি বসিরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্রের । তিনি এ জানান, তিনি এবং তার অনুগামীদের কে নিয়ে সিএমওএইচ এর দপ্তরে যাবেন এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন । 

যদিও বসিরহাট স্বাস্থ্য জেলার সিএমওএইচ জানান,"এই বিষয়ে তিনি কিছু জানেন না । তিনি বিষয়টা খোঁজ নিয়ে দেখবেন" ।

এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপিও। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন,"শাসক দলের নেতা যখন প্রশ্ন তুলেছেন, তখন নিশ্চয়ই এই নিয়োগে দুর্নীতি আছে । এই নিয়োগ নিয়ে তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদের শাস্তি হওয়া উচিত" ।

WestBengalBangla

Dec 31 2023, 10:36

"মদ মুক্ত" থাকবে রাম মন্দিরের চত্বর

রাম মন্দিরকে ঘিরে আবেগময় হয়ে উঠেছে গোটা দেশ। আগামী ২২ জানুয়ারি ইতিহাস গড়তে চলেছে ভারত। এইদিন ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন হবে। তবে এই রাম মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। 

এবার মদ মুক্ত করা হল অযোধ্যার রাম মন্দির চত্ত্বরকে। হ্যাঁ এমনই জানানো হয়েছে বিজেপির তরফে। জানা গিয়েছে, রাম মন্দির সংলগ্ন ১৫০ থেকে ১৭৫ কিমি দীর্ঘ এলাকায় খোলা যাবে না মদের দোকান। এমনই কঠোর নির্দেশ যোগী সরকারের। রবিবার টুইট করে একথা জানালো গেরুয়া শিবির।

WestBengalBangla

Dec 31 2023, 09:52

*রাজার হালে রাজবাড়ির অপরুপ পরিবেশে বর্ষ বিদায় ও বরণের ব্যবস্থা "ফুলবাগ প্যালেসে",চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি*

মহিষাদল : বর্ষ বিদায় ও বর্ষ বরণের মুহুর্তের স্বাক্ষী হতে কে না চায়। তবে সেটা যদি রাজার হালে রাজবাড়ির ক্যাম্পাসে হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। এমনই ব্যবস্থা করা হচ্ছে এবার মহিষাদল রাজবাড়ির "ফুলবাগ প্যালেসে"। মহিষাদল রাজ পরিবারের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর আয়োজন করা হচ্ছে " বর্ষ বিদায় ও বর্ষ বরণের " বিশেষ আয়োজন। সন্ধ্যা ৬ টা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজন করা হচ্ছে নানা রঙ্গিন সন্ধ্যা। নাচ গানের সাথে সাথে থাকছে রাজার হালের রাজকীয় খাবার। সান্ধকালিন আহারে থাকছে ১৪ ধরনের লোভনীয় খাবার। পাশাপাশি রাতের ডিনারে থাকছে বাসন্তি পলাও,বেবি নান, গন্ধরাজ চিকেন, মটন কষা থেকে নলেন গুড়ের রসগোল্লা সহ ১৫ ধরনে বাঙালি ও চাইনিজ খাবার। সমস্ত কিছুর অংশীদার হতে গেলে মাথা পিছু দিতে হবে ১৪৯৯ টাকা৷ তবে রাজবাড়িতে রাত্রী যাপন করতে চাইলে তার জন্য দিতে হবে আলাদ টাকা।

রাজপরিবারের বর্তমান সদস্য সৌর্য্য প্রসাদ গর্গ জানান, রাজ্যের পর্যটন মানচিত্রে মহিষাল রাজবাড়ি একটি বিশেষ স্থান করে নিয়েছে। দেশ বিদেশের বহু পর্যটকের আনাগোনা ঘটকে। এবার পর্যটকদের বর্ষ বিদায় ও বর্ষ বরণের আনন্দ দিতে বিশেষ আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। বছরের শেষ ও নতুন বছরে যাতে রাজবাড়িতে কাটাতে পারে রাজার হালে তারই প্রয়াস আমাদের।

আয়োজনের দায়িত্বে থাকা দিগবিজয়ী পাল (ওম) জানান, বর্ষ বিদায় ও বর্ষ বরণের মুহুর্তের মজা নেওয়ার ইচ্ছা থাকলেও অর্থাভাব অনেকের স্বপ্ন পূরণ হয় না। সেই সমস্ত মানুষের কথা ভেবে মহিষাদল রাজ পরিবার এই উদ্যোগ গ্রহন করেছে।আগত পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বাঙালি ও চাইনিজ সব ধরনের আয়োজন করা হচ্ছে। রঙ্গিন আলোয় সাজিয়ে তোলা হবে রাজবাড়ি চত্ত্বর। সেই সাথে লাইভ প্রোগ্রামের ব্যবস্থা থাকবে।

বর্ষ বিদায় ও বর্ষ বরণের ডাউন ডাউন শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকেই দূর দূরান্তের পর্যটকরা এসে পৌঁচেছে। অনুষ্ঠানে প্রস্তুতি প্রায় শেষ। শুধু সময়ের অপেক্ষা মাত্র। যারা এখনো ভাবছেন কি করবেন, কোথায় যাবেন। অবশ্যই প্রিয়জনকে সাথে নিয়ে আসতে পারেন মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেসে।।

WestBengalBangla

Dec 31 2023, 07:50

*বর্ষবরণেও পড়বে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আজকের আবহাওয়া*


উত্তর হোক বা দক্ষিণ, দুই বঙ্গেই কমেছে শীতের আমেজ। আসছে নতুন বছর। ডিসেম্বরের শেষে যেখানে জাঁকিয়ে শীত পড়ায় কথা সেখানে শীতবস্ত্র ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষজন। কেউ যেন থমকে দিয়েছে শীত। দিনের তাপমাত্রা গত কয়েকদিন ধরে ক্রমশ্য উর্দ্ধমুখী। রাতের তাপমাত্রার পতনও তেমনভাবে হচ্ছে না।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষবরণেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আসলে পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে।

আপাতত জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত স্বাভাবিকের তুলনায় রাতের তাপমাত্রা অনেকটাই ওপরে থাকবে। মহানগরীর তাপমাত্রারও সেরকম হেরফের হবে না। আগামী বছরের দ্বিতীয় সপ্তাহ থেকে থেকে ফের শীত পড়ার সম্ভবনা রয়েছে।

ওদিকে উত্তরবঙ্গে শীত থাকলেও তা স্বাভাবিকের তুলনায় কম। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৬.৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.১ ডিগ্রী সেলসিয়াস।